নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল শহরের মালিবাগ এলাকায় ঢাকা- নড়াইল-যশোর মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মালিবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ নয়। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানান।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রবীণ নেতা তবিবর রহমান মন্নু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ।

(আরএম/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)