সালথা প্রতিনিধি : ফরিদপুর- ২ (সালথা-নগরকান্দা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

আজ সোমবার দুপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র জমা দেন শামা ওবায়েদ।

এসময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইশা, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার
উপস্থিত ছিলেন।

মনোননয়নপত্র জমা শেষে বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা শতভাগ আশাবাদি যে, নির্বাচন কমিশন আমাদের একটি সুষ্ট নির্বাচন উপহার দিবেন। যাতে সাধারণ মানুষ তাদের ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারে।

(এএন/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)