টাঙ্গাইলের মাঠে মাঠে হলুদের সমারোহ, সরিষার বাম্পার ফলনের আশা
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে এবার মৌসুমি সরিষা চাষাবাদে বাম্পার ফলনের আশা কৃষকের। যেদিকে দু চোখ যায়, সেদিকেই হলুদের সমারোহ। মাঠে মাঠে হলুদের গালিচা বিছিয়ে স্বপ্ন বুনছে কৃষক। আর এমন অপরুপ দৃশ্য ধারন করতে দূরদুরান্ত থেকে ছুটে আসা তরুণ তরুণীদের সেলফি তোলারও হিড়িক পড়েছে।
জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ১২ টি উপজেলার এ বছরে ৮৮ হাজার ৪৫১ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৭৬ হাজার ৪৮১ হেক্টর জমিতে।
তবে জেলার নাগরপুর ও বাসাইল উপজেলার স্থানীয় কৃষকগণ সরিষা চাষে লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। লক্ষ্যমাত্রার চেয়ে সরিষা চাষ কম হয়েছে টাঙ্গাইল সদর, কালিহাতি, ঘাটাইল, মির্জাপুর, মধুপুর, ভূঞাপুর, গোপালপুর, সখিপুর, দেলদুয়ার ও ধনবাড়ি উপজেলায়। এ মৌসুমি সরিষা চাষাবাদের মধ্যে টরি-৭, বারি-৯, ১৪, ১৫, ১৭, ১৮ বীনা-৪, ৯ ও বীনা-১১ এবং রাই জাতের সরিষা চাষ করা হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, এবার সরিষা চাষাবাদে প্রণোদনা হিসাবে নির্ধারিত হারে বীজ ও সার প্রদান করেছে সংশ্লিষ্ট কৃষি বিভাগ। এ চাষাবাদে কৃষি কর্মকর্তারা নানা পরামর্শও দিয়েছেন। আবহাওয়া অনুকুলে থাকলে সরিষা চাষে বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে আসা মধু সংগ্রহকারীরা মাঠে মাঠে মৌমাছির বক্স স্থাপন করেছে এবং সরিষা ফুলের মধু সংগ্রহ শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার জেলায় বেশি মধু সংগ্রহ হতে পারে বলে তারা দাবি করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ বলেন, জেলায় গত বছরের চেয়ে এবার কিছু কম জমিতে সরিষা চাষাবাদ করেছে কৃষকেরা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার প্রদান করা হয়েছে এবং সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
(এসএম/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
