পাবনা- ৩
চাটমোহরে মনোনয়ন দাখিল করলেন বিএনপির প্রার্থী কৃষিবিদ তুহিন
চাটমোহর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার সকালে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছে মনোনয়ণপত্র দাখিল করেন।
তিন উপজেলার নেতাকর্মী নিয়ে আনন্দঘন পরিবেশে কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, হাসান জাফির তুহিনের সহধর্মিণী নিলুফা জাফির প্রমুখ।
হাসান জাফির তুহিন বলেন, দীর্ঘ ১৭ বছরে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরে আমরা আজকে মুক্ত বাংলাদেশে বাস করছি। মাত্র কয়েক মাসের মধ্যে আমি পাবনা-৩ এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। আগামীতে আমি এই এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করে তিনি এলাকার মানুষের দোয়া প্রার্থনা করেন।
(ওএসএইচ/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
