ভোলা- ৩
বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
চপল রায়, ভোলা : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা- ৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
আজ সোমবার সকালে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামের সাথে এ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ছয় বারের নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য।
এর আগে উত্তর বাজার জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্নেহধন্য জেড ফোর্সের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা।
এ সময় তিনি বলেন বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত সতেরো বছরের দুঃশাসনে সৃষ্ট মাদক, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
লালমোহন ও তজুমদ্দিন নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ভোলা ৩ আসন থেকে আরও পাঁচটি দলের প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ নিজামুল হক, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মোসলেহ উদ্দিন, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ কামাল উদ্দিন, গণঅধিকার পরিষদের মোহাম্মদ আবু তৈয়ব এবং গণফোরাম এর জহিরুল ইসলাম।
(সিআর/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
