রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে সরকারি সেবা আরও জনবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্যে দপ্তর প্রধানদের সাথে ৪৫টি পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি সেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিতকরণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর গ্রীন কোয়ালিশন এর সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন এর সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দিক, সাধারণ সম্পাদক এস.এম জান্নাতুল নাঈম, গ্রীন কোয়ালিশন এর সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায় এবং কৃষক, জেলে, বনজীবী, আদিবাসী, মৎস্য চাষী, ঋষিসহ উপজেলার ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

সভায় পেশাজীবীরা সরকারি সেবা পেতে গিয়ে বঞ্চনা ও হয়রানির শিকার হওয়াসহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সেবা সহজলভ্য ও জনবান্ধব করার আহবান জানান। পরে দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের সেবা, সেবা প্রাপ্তির প্রক্রিয়া, সেবাদানে বিদ্যমান সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন এবং সেবা জনবান্ধব ও সহজলভ্য করার আশ্বাস দেন।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)