দিনাজপুর সদর
খালেদা জিয়ার বিকল্প হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র দাখিল
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর- ৩ (সদর) আসনে ঘোষিত প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র।
আজ সোমবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এই আসনে থেকেই বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘দিনাজপুর-৩ আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীত হন। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমি।’
অন্যদিকে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-নবাবগঞ্জ-হাকিমপুর-বিরামপুর) আসনে বিএনপির প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন, দলীয় নেতা-কর্মীরা।
এছাড়াও দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট জুলফিকার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
(এসএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
