শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ আছর শ্রীনগর বাইপাস বাগানবাড়িতে  উপজেলা বিএনপির উদ্যোগে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ (১) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা এর সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক, আবুল কালাম কানন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।

(এআই/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)