রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে এক ট্রলি সরদারকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে ও দুইজনকে কারাফটকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডল মামলার বাদি সদর থানার উপপরিদর্শক সাইদুল ইসলামের পাঁচ দিনের রিমা- আবেদন শুনানী শেষে এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন- সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে রহমত আলী (৪৩), একই গ্রামের ফয়েজ আলীর ছেলে আশিকুজ্জামান (২৫) ও জিহাদ আলীর ছেলে ইমদাদুল ইসলাম (২৭)।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গত ২৪ ডিসেম্বর ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ট্রলি চালকদের সর্দার কিসমত আলীকে মাটি ভর্তি ট্রলিসহ ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় সহকারি উপপরিদর্শক মাহাবুর রহমান ও সিপাহী মেহেদী হাসান জখম হন। এ ঘটনায় রাতেই পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী লিয়াকত হোসেন বাদি হয়ে কিসমতসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত কিসমত আলী, সন্দিগ্ধ আসামী আশিকুজ্জামান ও ইমদাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। ২৫ ডিসেম্বর তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। সোমবার শুনানি শেষে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডল রহমতকে পুলিশ হেফাজতে, আশিকুজ্জামান ও ইমদাদুলকে কারাফটকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর সে অনুযায়ি আসামীদের জিজ্ঞাসাবাদ করা হবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)