শাহ্ আলম শাহী, দিনাজপুর : `ট্রাই ফাউন্ডেশন দেশের উন্নয়ন বাস্তবায়ন ও মানবতার সেবায় নীরব ভাবে কাজ করে যাচ্ছে। মানুষের উন্নয়ন ও মনন বিকাশের কাজ করে যাওয়ার পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করছে ট্রাই ফাউন্ডেশন। এক কথায় বলতে হয়, মুলতঃ মা, মাটি ও মানুষের পক্ষে কাজ করছে ট্রাই ফাউন্ডেশন। ট্রাই ফাউন্ডেশনের মহতি উদ্যোগ অব্যাহত রেখে সাধারণ-অসহায়-দরিদ্র ও দুঃস্থদের পাশে ধনি ও ধনার্ঢ্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।'

ট্রাই ফাউন্ডেশনের সৌজন্যে দিনাজপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসসিক ব্যক্তিবর্গ ও আগত অতিথিরা এ আহবান জানিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের চাউলিয়াপট্রিস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার মাঠে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতার্তদের মাঝে দেয়া হয় শীতবস্ত্র কম্বল।

কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন।

আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে এবং চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী'র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আবু জাফর মোহাম্মদ নেয়ামতউল্লাহ্‌,দিগন্ত শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আবু রইস ডিয়ার ও শিক্ষাবিদ কবীর মাস্টার বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

ট্রাই ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ অব্যাহত রেখে ধনি ও ধনার্ঢ্য ব্যক্তিদের এমন কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান, আগত প্রশাসনিক কর্মকর্তা ও অতিথিরা। অনুষ্ঠানে দুই শতাধিক শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়।

হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর জেলায় প্রতিবছর জেঁকে বসা শীতে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় এই শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ। সন্তোষ প্রকাশ করেন তারা।

এছাড়াও ভাসমানভাবে জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে ট্রাই ফাউন্ডেশন। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

(এসএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)