ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) অবৈধভাবে দেশে অবস্থানরত কিছু অভিবাসীকে ইন-স্টেট টিউশন সুবিধা দেওয়ার সুযোগ করে দেওয়া ভার্জিনিয়ার একটি আইনের বিরুদ্ধে মামলা করেছে। সোমবার রাজ্যের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

ভার্জিনিয়ার আইন অনুযায়ী, যেসব ব্যক্তি অন্তত এক বছর আগে রাজ্যে বসবাস স্থাপন করেছেন, তারা ইন-স্টেট টিউশনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন। এই আইনে শিক্ষার্থীর অভিবাসন-স্থিতির ভিত্তিতে তাকে অযোগ্য ঘোষণা করা যাবে না বলেও উল্লেখ আছে।

মামলার ১৩ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, এটি শুধু ভুলই নয়, বেআইনিও। নাগরিকদের তুলনায় অবৈধ অভিবাসীদের পক্ষে বৈষম্যমূলক সুবিধা দেওয়া ফেডারেল আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ ও বাতিলযোগ্য।

ডিওজে ভার্জিনিয়ার রিচমন্ডে অবস্থিত ফেডারেল জেলা আদালতে মামলাটি করেছে। এখনো কোনো বিচারক নিযুক্ত করা হয়নি।

ইন-স্টেট টিউশন ও শিক্ষা-সুবিধা দেওয়ার মতো অনুরূপ নীতির কারণে অন্যান্য রাজ্যের বিরুদ্ধেও ট্রাম্প প্রশাসন যে আইনি চ্যালেঞ্জগুলো এনেছে, এই মামলা সেগুলোরই ধারাবাহিকতা।

চলতি বছরের জুনে প্রথমে টেক্সাসের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর কেনটাকি, ওকলাহোমা, ইলিনয় ও ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধেও মামলা করে ডিওজে। এর মধ্যে তিনটি রিপাবলিকান-শাসিত রাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছালেও ইলিনয় ও ক্যালিফোর্নিয়া এখনো মামলাগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক নির্বাচনে ধারাবাহিক বিজয়ের পর আগামী মাসে ডেমোক্র্যাটরা ভার্জিনিয়ার গভর্নরের বাসভবন ও অ্যাটর্নি জেনারেলের পদ দখল করতে যাচ্ছেন এই প্রেক্ষাপটেই ভার্জিনিয়ার বিরুদ্ধে মামলাটি এসেছে।

বিভিন্ন গণমাধ্যম ভার্জিনিয়ার বিদায়ী রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ারেসের দপ্তরের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে।

বিচার বিভাগের মামলায় অভিযোগ করা হয়েছে, ভার্জিনিয়ার আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘সুপ্রিমেসি ক্লজ’ লঙ্ঘন করছে, কারণ ফেডারেল অভিবাসন আইন অনুযায়ী যেসব অভিবাসী অবৈধভাবে দেশে অবস্থান করছেন, তাদের এমন উচ্চশিক্ষা-সুবিধা দেওয়া নিষিদ্ধ যা নাগরিকদের জন্য প্রযোজ্য নয়।

মামলায় আরও বলা হয়েছে, 'এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। তবুও ভার্জিনিয়া আইনটি লঙ্ঘন করছে। এই আদালতের উচিত বিষয়টির অবসান ঘটানো এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ভার্জিনিয়া এডুকেশন কোডের সংশ্লিষ্ট ধারাগুলোর কার্যকরী প্রয়োগ স্থায়ীভাবে স্থগিত করা।

(আইএ/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৫)