খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন, ঈশ্বরদীতে দোকানপাট বন্ধ
ঈশ্বরদী প্রতিনিধি : গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে ঈশ্বরদী। এ ঘটনায় রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ফলে ওষুধের দোকান, মাছ ও কাঁচামালের বাজার ছাড়া উপজেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাস টার্মিনাল এলাকায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, মহিয়সী এই নেত্রীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা জাতি দীর্ঘদিন স্মরণ করবে।
(এসকেকে/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৫)
