বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি ঘোষিত অর্ধ দিবস হরতাল শনিবার শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। কারাবন্দি সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুসহ ৫ নেতার মুক্তির দাবিতে এ হরতাল জেলা শহরসহ অন্যান্য উপজেলায় পালন করেছে নেতাকর্মীরা।

হরতালের সমর্থনে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। রিক্সা, অটো রিক্সা, সিএনজি কম চলাচল করেছে। জেলার সীমান্ত এলাকা রহবলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী এবং শেরপুরের চান্দাইকোনাতে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো আটকা পড়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় গাড়ীগুলো গন্তব্যস্থলে পৌছে ।

তবে বেলা ১২ টার পর থেকে যানবাহন চলাচল শুরু করে। এদিকে হরতালের সমর্থনে বেলা ১২ টায় শহরের নবাববাড়ী সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন চাঁন, হেলালুজ্জামান তালুকদার লালু, তাহা উদ্দিন নাহিন, মাহমুদ শরীফ মিঠু প্রমুখ। জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি মাহমুদ শরীফ মিঠু জানান, বগুড়ায় শান্তিপূর্নভাবে হরতাল পালন হয়েছে। শহরের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকদল সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পিকেটিং করেছে।

(এএসবি/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)