চাটমোহর প্রতিনিধি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে বিএনপির উদ্যোগে এই জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় ইমামতি করেন হাফেজ মো. আব্দুল বাতেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি এনামুল হক, ছাত্রদলের সাবেক সভাপতি শাহীনুর রহমান, ছাত্রদল নেতা ইমরান হোসেন, মাসুম আকাশ, রাহুল হোসেন, এনামুল হক ইমন. সাজেদুর রহমান সেজান প্রমুখ।

গায়েবানা জানাজায় শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

(এসএইচ/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)