অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার উপহারের শীতবস্ত্র পেলেন পাংশার দেড় হাজার নারী শিশু
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বেঁদে পল্লী বাসিন্দা, আশ্রয়ন প্রকল্প বাসিন্দা ও ক্ষুদ্র নৃও গোষ্ঠীর (আদিবাসী) দুই শতাধিক নারী ও শিশুদের মাঝে অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) এর দেওয়া উপহারের শীতবস্ত্র (গরম কাপড়) বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ মিঠুন গোস্বামী এই শীতবস্ত্র (গরম কাপড়) বিতরণ করে।
এদিন বিকেল সাড়ে চারটার দিকে পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডের অদূরে বাগদুলী সড়কের বিষ্ণুপুর নামক এলাকায় অস্থায়ী বেঁদে পল্লীর ৩৫ জন নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে পাংশা পৌরসভার সত্যজিৎপুর আশ্রয়ন প্রকল্পের ৫০ জন নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় পৌর শহরের কুড়াপাড়া ক্ষুদ্র নৃও গোষ্ঠীর (আদিবাসী) শতাধিক নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, পাংশা তথা রাজবাড়ী জেলার গর্ভ অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) স্যার। তিনি প্রতি বছর এই অঞ্চলের অসহায় শীতার্ত মানুষের কথা ভেবে নারী ও শিশুদের জন্য শীতবস্ত্র উপহার দেন। এবছরও তিনি পাংশার ইউনিয়নে প্রায় দেড় হাজার নারী ও শিশুদের জন্য বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র পাঠান।পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মোঃ আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী নিজ হাতে অসহায় নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। উল্লেখ্য পাংশা উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে দুই শতাধিক গরম কাপড় বিতরণ করা হয়
(একে/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)
