কমেছে সোনা-রুপার দাম
স্টাফ রিপোর্টার : স্থানীয় বাজারে তেজারি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে সোনার দাম কমনো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমায় প্রতি ভরি সোনার দাম পড়বে দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
একইসঙ্গে রুপার দামও ৫২৫ টাকা কমিয়ে পাঁচ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়। যা শুক্রবার (২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, দেশের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে ২৯ ডিসেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৩৯৯ টাকা কমিয়ে দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৫০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।
গতকালের দর কার্যকর অনুযায়ী ১ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় দুই হাজার ৭৪১ টাকা কমিয়ে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৫৬৬ টাকা কমিয়ে দুই লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ২৭৬ টাকা কমিয়ে এক লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে ৩১ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় দুই হাজার ৫০৮ টাকা কমিয়ে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৩৯২ টাকা কমিয়ে দুই লাখ ১৬ হাজার ছয়শ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৬৮০ টাকা কমিয়ে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৫৪০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩৮২ টাকা।
(ওএস/এএস/জানুয়ারি ০২, ২০২৬)
