ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কাউসার হোসেন (৪০) নামে এক নসিমন চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় ফরিদপুর–রাজবাড়ী মহাসড়কের ধুলদি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন নসিমন গাড়ি নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট ১২-৬৬৪৩ নম্বরের কাঠবোঝাই একটি ট্রাক ফরিদপুর থেকে রাজবাড়ীর দিকে যাওয়ার পথে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই নসিমন চালক কাউসার হোসেন নিহত হন। তিনি ফরিদপুর কোতোয়ালি থানার কানাইপুর পোস্ট অফিসাধীন হোগলাকান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত মালেক বিশ্বাসের পুত্র। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল সম্পন্ন করে। পরে মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও নসিমনটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(ডিসি/এসপি/জানুয়ারি ০২, ২০২৬)
