ফরিদপুর-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫টি বাতিল
দিলীপ চন্দ, ফরিদপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এ আসনে দাখিল করা মোট ১০টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ এবং ৫টি বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট আসনের সকল প্রার্থী উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাইয়ে বিএনপি ও জামায়াতে ইসলামির প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থীসহ আরও ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র কাগজপত্রে ত্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয়।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানান, দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও অসম্পূর্ণতার কারণে ৫টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী অন্য ৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
(ডিসি/এএস/জানুয়ারি ০৩, ২০২৬)
