একই ছাদের নিচে জাপানিজ, কোরিয়ান ও আইইএলটিএস ভাষা শিক্ষা কার্যক্রম
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো একই ছাদের নিচে জাপানিজ, কোরিয়ান ও আইইএলটিএস ভাষা শেখার সুযোগ সৃষ্টি করেছে আর. ই. এস. স্টাডি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হাব। ২০২৬ সালের নতুন বছরের সূচনায় প্রতিষ্ঠানটির উদ্যোগে ভাষা শিক্ষা ও ভিসা সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম গেট সংলগ্ন ইসলামী ব্যাংক বুথ এলাকায় অবস্থিত আর. ই. এস. স্টাডি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হাব ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
সেমিনারের প্রধান আলোচ্য বিষয় ছিল— “দক্ষ হয়ে বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়ুন”। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ বলেন, অবৈধ পথে ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি না জমিয়ে বৈধভাবে ভাষা শিক্ষা গ্রহণ করে সঠিক ভিসা প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যাওয়া একটি সময়োপযোগী ও উত্তম সিদ্ধান্ত।
বক্তারা জাপান, কোরিয়া ও ইংরেজিভাষী দেশসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা দক্ষতা অর্জন, ভিসা প্রসেসিংয়ের ধাপ এবং বৈধ উপায়ে বিদেশ গমনের বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, যারা বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তারা আর. ই. এস. স্টাডি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হাব-এ ভর্তি হয়ে জাপানিজ, কোরিয়ান ও আইইএলটিএস ভাষা শিক্ষার সুযোগ নিতে পারেন। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৯৮৬৩৫৩৫৪ অথবা ০১৮৫৬১৬৩৭৮৩ নম্বরে।
(বিডি/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)
