ছড়াকার সুকুমার বড়ুয়ার মৃত্যুতে ঐক্য পরিষদের শোক
স্টাফ রিপোর্টার : একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য লেখক, কবি, ছড়াকার সুকুমার বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদ।
আজ শনিবার এক শোক বিবৃতিতে বলা হয়, ছড়াসম্রাটখ্যাত সুকুমার বড়ুয়া নৈতিক শিক্ষামূলক, মুক্তিযুদ্ধ ও হাস্যরসাত্মক বিষয়ে বিভিন্ন সৃজনশীল ও প্রাঞ্জল রচনার মধ্য দিয়ে অবিস্মরণীয় হয়ে থাকবেন চিরকাল।
পরিষদ প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
(পিআর/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)
