চাটমোহর জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা
চাটমোহর প্রতিনিধি : ‘প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, আইসিটি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক বেলাল হোসেন স্বপন, শিক্ষক হাফেজ জাহিদুল ইসলাম, মৌলিক ব্যাবস্থাপনা সংস্থা (বিএমএস)এর নির্বাহী পরিচালক আনিসুল ইসলাম, প্রতিবন্ধী ভাতাভোগী সঞ্জয় সরকার , রেনুকা খাতুন, বয়স্ক ভাতাভোগী ঈমান আলী প্রমূখ।
(এসএইচ/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)
