রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে অজ্ঞাত গাড়ীর চাপার কাজী ওলি আহসান (২৪) নামে হিহত এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা তানজির মাহমুদ নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত তানজিরকে ফরিদপুর মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলার কোতয়ালী মডেল থানাধীন বাইপাস সড়কের গোয়ালকান্দি জাহিদ মোটরস্ এর সামনে, ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা মহাসড়কের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত অনুমান সাড়ে ৯টার ফরিদপুর জেলার কোতয়ালী মডেল থানাধীন বাইপাস সড়কের গোয়ালকান্দি জাহিদ মোটরস্ এর সামনে ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা মহাসড়কের উপর একটি Yamaha-MT মোটরসাইকেল (যার রেজিঃ নং- ফরিদপুর-ল ১১-৭৭৪৯) ফরিদপুর হতে নিজ বাড়ির উদ্দেশ্যে মুন্সি বাজারের দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি গাড়ি পার্শ্ব থেকে ধাক্কা বা চাপা দিয়ে পালিয়ে যায়। যার ফলে মোটরসাইকেলটি দুমড়ে মুচরে যায়। এ দুর্ঘটনায় বাইক চালক কাজী ওলি আহসান (২৪) ও মোটরসাইকেল আরোহী মো. তানজির মাহমুদ গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয় জনগণ হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দু'জনকে উদ্ধার পূর্বক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে দায়িত্বরত চিকিৎসক কাজী ওলি আহসান (২৪)কে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

বর্তমানে মহাসড়কের যান চলাচল অবস্থা স্বাভাবিক আছে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এ নিয়ে গত চার দিনে ফরিদপুর সদর উপজেলায় এলাকায় মহাসড়কে তিনটি পৃথক সড়ক দুর্ঘনার তিন জনের মৃত্যু হলো। যাতে গুরুতর আহত আরও চার জন।

(আরআর/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)