লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা গ্রামের কৃতি সন্তান আনিসুল ইসলাম সনির পক্ষ থেকে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হয়ে আজ রবিবার পর্যন্ত তিন দিনব্যাপী এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের তালিকা করে তাদের হাতে শতাধিক কম্বল তুলে দেওয়া হয়েছে। কনকনে শীতের মধ্যে অনেক অসহায় মানুষ দীর্ঘদিন ধরে কোনো শীতবস্ত্র না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এমন অবস্থায় আনিসুল ইসলাম সনির পক্ষ থেকে এই কম্বল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

কম্বল পেয়ে উপকারভোগীরা জানান, চলতি শীতে এখন পর্যন্ত অনেকেই শীতবস্ত্র পাননি। এমন সময় সনির এই মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তারা আন্তরিকতার সাথে আনিসুল ইসলাম সনির জন্য দোয়া করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই মহতী কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন লোহাগড়ার সাংবাদিক রূপক মুখার্জি, রাশেদ রাসু ও কাজী ইমরান। তারা মাঠ পর্যায়ে অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের হাতে কম্বল পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এলাকাবাসীর মতে, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রেখে থাকে এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করে।

(আরএম/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)