পবিত্র মহন্ত জীবন এর তিনটি কবিতা
ভালোবাসার খোলা চিঠি
ভালোলাগার রঙ বদলাতে থাক আর নাহে থাক
প্রেমালাপ উষ্ণ যৌবন, প্রিয়-প্রিয়তমা খোলা চিঠি
অনুনয় আসে বারংবার, তারপর - সময়, বদলে
বরং শ্রাবণ-বর্ষা, দু'জনে সাক্ষাৎ আষাঢ় সময়।
অটল প্রেমের বাঁধন, দু'জনে নেয় নিঃশ্বাস-বিশ্বাস
বৃষ্টি'র বিলাসী উন্মাদ নৃত্য, নতুন জোয়ানে ভাসে-
অন্তরে শ্রেষ্ঠ ভালোবাসা; খোলা চিঠি যৌবন আসে।
যখন তোমার জন্মদিন
যখন তোমার জন্মদিন আঁধার লুকিয়ে -
সূর্যের আভা ভেসে ওঠে পূবের আকাশে
তখন ভালবাসার ফুল ফোঁটানো উদ্যান
ধুমকেতু স্পর্শ টোল পড়ে প্রকৃতি সৌন্দর্য।
সেদিন বোশেখ শুক্লপক্ষের জোৎস্না হাসি -
আকাশে ধবল মেঘ তোমার প্রেমগীত
গদ্য-কবিতা' পঙক্তি তোমার রসায়ন মাখা
সুর সংগীত বেঁজে ওঠে তোমার বাঁশরি।
তোমার গদ্য-কবিতা'য় মাখানো যৌবন -
নৈঃশপ্রহরী পাহারায় সাহিত্যের তাজা ফুল
তুমি বিদ্রোহী, সব্যসাচী, সাম্যবাদী নজরুল,
আমি অজ্ঞ এতটুকু জানি-তুমিতো বুলবুল।
তোমারে খুঁজি বারংবার
তোমারে খুঁজি বারংবার -
গল্প, প্রবন্ধ, রচনাবলি, গদ্য-কবিতা
খুঁজি তোমাকে গ্রন্থের তলপেটে;
তোমার সাহিত্যে 'ধূমকেতু' দাপটে।
তোমারে খুঁজি মহাবিশ্বের আকাশে
ধবল মেঘ, চাকচিক্য সূর্যের রশ্মি
তখন উজ্জ্বল আলোর মিছিলে;
তখন তুমি সেখানেই ছিলে।
উজ্জ্বল তুমি চিরচেনা সৌরবিদ্যুত
সাহিত্যের বাতিঘর হাসে
বোশেখ অরণ্য বিকেলে;
হে বিশ্বকবি তোমার জন্মদিন
লাবণ্যময় প্রকৃতির ধরণীতলে।
