ঈশ্বরগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুইমাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে টেকার ২য় পর্যায় প্রকল্পের আওতায় ৪০ জন বেকার যুবক যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়। সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রশিক্ষনার্থী নিসা ইসলাম, মো. শাকিব প্রমুখ।
(এন/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)
