স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে সরকার কর্তৃক নির্ধারিত দামে চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যাবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

আজ রবিবার সকালে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বলেন, বিক্রয় রশিদ না থাকায় এবং অধিক দামে বিক্রি করার দায়ে সদর উপজেলায় গড়াসিন বাজারে জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, একই উপজেলায় কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে এক লক্ষ টাকা এবং করটিয়া বজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযানকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা।

গৃহিণী সায়মা রহমান বলেন, ব্যবসায়ীরা কৃত্তিম সংকট সৃষ্টি করে অধিক দামে বিক্রি সিলিন্ডার গ্যাস করছে।এর ফলে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে ৩ থেকে ৪শ’ টাকা বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছি। আমরা যেন সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারি সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অভিযানে সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তারসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)