জীবনের প্রতিটি বাঁককে ভ্রমণ হিসেবে দেখেন রুনা খান!
বিনোদন ডেস্ক : কোনো কিছুর প্রতিই তিনি খুব কট্টর বা উগ্র নন, বরং জীবনের প্রতিটি বাঁককে একটি জার্নি বা ভ্রমণ হিসেবে দেখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন অভিনেত্রী রুনা খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, ‘ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি।
কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না- এটাই স্বাভাবিক। আমাদের উচিত, সবকিছু আরেকটু সহজ করে দেখা।’
নিজের কাজ করার ধরন নিয়ে এই অভিনেত্রী জানান, ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
তার কথায়, ‘আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এর পর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।’
বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান।
তার কথায়, ‘১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।’
সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে কাজের সংখ্যার চেয়ে কাজের গুণগত মান এবং ব্যক্তিগত প্রশান্তিকেই তিনি সব সময় প্রাধান্য দিয়ে আসছেন।
(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)
