ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন প্রশাসন।

রবিবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন এলপিজি গ্যাসের দোকান ও গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় দাম বেশি রাখার অপরাধে ৫ জন ব্যবসায়ী এবং ডিলারকে মোট ১৪,০০০/= টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

(এসআই/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)