গোপালগঞ্জ প্রতিনিধি : বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থ বছরের আওতায় গোপালগঞ্জে অনুর্ধ ১৫ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস জেলা স্টেডিয়ামে এ আয়োজন করে।  

প্রতিযোগিতায় ফাইনালে শিপন ফুটবল ট্রেনিং সেন্টার টাইব্রেকারে ৫-৩ গোলে মামুন ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চারটি ফুটবল একাডেমীর মোট ৬০ জন খেলোয়াড় অংশ নেয়।

পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুন্ডু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা। এ সময় সাবেক ফুটবল খেলোয়াড় আব্দুল মান্নান মানি, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)