গোপালঞ্জে ২১ দিনব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
গোপালগঞ্জ প্রতিনিধি : বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় গোপালগঞ্জে ২১ দিন ব্যাপী অনুর্ধ ১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে ।
রবিবার (৪ জানুয়ারি) জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের মেজারত ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুন্ডু।
প্রশিক্ষণে ৪০ প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা। এ
সময় সাবেক ফুটবল খেলোয়াড় আব্দুল মান্নান মানি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(টিবি/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)
