রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গলায় দড়ি পেঁচিয়ে আব্দুল ফরিদ বিশ্বাস (১৭) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে। রবিবার রাত ১১টার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ফরিদের বাবার নাম  রবিউল বিশ্বাস।

মৃতের চাচা লিয়াকত হোসেন বলেন, ফরিদ ও তার বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতো। ফরিদ মানসিক রোগে ভুগছিলো। কয়েকদিন হল সে বাড়ি এসেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(আরকে/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)