ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার রাতে উপজেলার ৭ নম্বর রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা বাজারে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি উপজেলা যুবদল নেতা একেএম আরিফুল হক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকিকুল বাসির, ফুলপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ ইমরুল কায়েস, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মানিক সিকদার, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল সালেক, সাংগঠনিক সম্পাদক বাবুল ফকির, যুবদল নেতা ফরহাদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসআই/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)