শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে ছাত্রী নিবাস থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তারিনা আক্তার নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরের দিকে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার সরকারি মহিলা কলেজ মোড়স্থ 'লিংকা ছাত্রী নিবাস' এ ঘটেছে এ ঘটনা।

মোস্তারিনা আক্তার দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মোস্তারিনার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুবাড়ি গ্রামে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেছে। মেয়েটি নিজের ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধারের পর সুরত হাল শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

(এসএস/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)