অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা উপহারের শীতবস্ত্র পেলেন পাংশা পৌর শহরের আরও দুই শতাধিক নারী ও শিশু
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় অসহায় শীতার্ত নারী ও শিশুদের মাঝে অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) এর দেওয়া উপহারের শীতবস্ত্র (গরম কাপড়) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পাংশা পৌরসভার মৈত্রডাঙ্গী এলাকায় ঐক্য সংগঠন মৈশালা মৈত্রডাঙ্গীর পক্ষ থেকে এই শীতবস্ত্র (গরম কাপড়) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঐক্য সংগঠন মৈশালা মৈত্রডাঙ্গী সভাপতি মো: শাহাদাত হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মো: মজিবর বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো: সেলিম শেখ প্রমুখ।এ সময় দুই শতাধিক শীতার্ত নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবছর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আড়াই হাজার অসহায় শীতার্ত নারী ও শিশুদের মাঝে অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) এর উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
(একে/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)
