রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : 'ফরিদপুরের সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে' বলে মন্তব্য করেছেন আসন্ন নির্বাচনে ফরিদপুর- ৩ (সদর) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

আজ বুধবার বিকেলের দিকে ফরিদপুর সদরের ৮ কৃষ্ণনগর ইউনিয়নের স্থানীয় ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে তাঁর আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং এক নির্বাচনী প্রচারণা পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কোতয়ালি থানা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সুজা সঞ্চালনায় এ প্রোগ্রামে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের এ প্রার্থী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিপ্লপতি, সমাজসেবক এ রাজনৈতিক ব্যক্তিত্ব চৌধুরী ফারিয়ান ইউসূফ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মুরাদ হোসেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ মিয়া সহ ওই ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা।

এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ কৃষ্ণনগর ইউনিয়ন থেকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিবেন বলে নায়াব ইউসূফকে আশ্বস্ত করেন। তারা বলেন, 'কানাইপুর ও কৃষ্ণনগর থেকে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে বিএনপি'। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ফরিদপুর সদর আসনে বিপুল ভোটের ব্যবধান জয়লাভ করবে বিএনপির মনোনীত প্রাথী চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অথিতির বক্তব্যে নায়াব ইউসুফ স্থানীয় সাধারণ ভোটারদের উদ্দেশ্য করে আরও বলেন, 'আমার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসূফকে আপনারা বারবার ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তিনি আপনাদের কেমন ভালো বাসতেন সেটা আমি খুব কাছে থেকে দেখেছি। তিনি তাঁর জীবদ্দশায় ফরিদপুরের গণমানুষের জন্য অনেক কিছুই করেছেন। আপনাদের নিয়ে অনেক স্বপ্ন ছিলো তাঁর। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনাদের নিয়ে দেখা আমার বাবার বাকী স্বপ্নগুলো পুরণ করতে পারবো, আমি তা করতে চাই, আপনাদের নিকট সেই সুযোগ টুকু চাই। বিশেষ করে ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ চাই'।

নায়াব আরও বলেন, 'আমার বিশ্বাস আমার প্রয়াত দাদা, কাকা, বাবার মতো আমাকে আপনারা মন থেকে ভালো বাসবেন, দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিবেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে মরহুমার আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের পাশাপাশি তাঁর সম্মানে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

(আরআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)