ফরিদপুরে সেনাবাহিনীর দু’টি পৃথক অভিযানে গ্রেপ্তার ৮, মাদক উদ্ধার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী আর্মি ক্যাম্পের দু'টি পৃথক বিশেষ অভিযানে এক মাদকব্যবসায়ী ও ৭ জুয়ারিসহ মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে চলা ওই দুই অভিযানের প্রথমটিতে- বোয়ালমারী উপজেলা বাইখীর চৌরাস্তা এলাকা হতে এনামুল ফকির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৫ টার দিকে মাদকদ্রব্য ওই আসামিকে বোয়ালমারী থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
আজ বুধবার উপরোক্ত সময়ের মধ্যে ফরিদপুর বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে চালানো দ্বিতীয় অভিযানে সালথা উপজেলার মদনদিয়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়ারীকে আটক করা হয়েছে। এসময় তাদের থেকে ২৬ হাজার টাকা ২টি অ্যান্ড্রয়েড ফোন, ২টি বাটন মোবাইল ও কয়েক সেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়েছে।
আটককৃত ৭ জুয়ারী হলেন- ১। মো. আব্দুল হান্নান (৫০), ২। মাহবুব (৩৮), ৩। বাবলু (৩৭), ৪। মজিবর (৪০), ৫। ময়না (৩০), ৬। শাজাহান (৫০) ও ৭। রাসেল (২৫)। বুধবার সাড়ে বিকেল ৫টার দিকে আটককৃত ওই ব্যক্তিদের উদ্ধারকৃত মালামাল সহ সালথা থানায় হস্তান্তর করা হয়।
(আরআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)
