নিরাপত্তা প্রহরীকে মারপিট
৩ দোকান থেকে নগদ টাকাসহ ৬৫ লক্ষ টাকার মালামাল চুরি
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৩টি দোকান থেকে নগদ টাকা সহ ৬৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের তালুকদার মার্কেটে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এসময় নৈশ প্রহরী ইয়াদুল শেখকে (৬০) মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। ওই নৈশ প্রহরীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তা প্রহরী ইয়াদুল শেখ জানান, রাত আনুমানিক ২টার দিকে একটি ট্রাক তালুকদার মার্কেটে এসে থামে। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পানি খেতে চাইলে তিনি পানি আনতে যান। এ সময় পেছন থেকে তার মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার হাত, পা ও মুখ বেঁধে রেখে মার্কেটের সাদিয়া এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ব্যাটারী হাউস ও জারিফ মটরসের সার্টার খুলে নগদ টাকা, নতুন-পুরাতন ব্যাটারী, মোটর সাইকেলের যন্ত্রাংশ মূল্যবান মালামাল নিয়ে যায়।
সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শামীম শিকদার জানান, চোর চক্র তার দোকান থেকে অটোভ্যান ও ইজিবাইকের প্রায় ৪০ লক্ষ টাকার নতুন ও পুরাতন ব্যাটারী এবং ক্যাশবাক্স ভেঙে ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
বিসমিল্লাহ ব্যাটারীর মালিক মোস্তাফিজুর রহমান বলেন, আমার দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার নতুন ও পুরাতন ব্যাটারী, আইপিএস, গাড়ির টায়ার এবং ক্যাশবাক্স ভেঙে ৩০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া জারিফ মটরস থেকে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ও নগদ ৩৬ হাজার টাকা চুরি হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দোকান মালিকরা অভিযোগ দিয়েছে। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই সাথে চোর চক্রকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
(টিবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)
