নাটোর প্রতিনিধি : শিশু অধিকার সনদের ২৫ বছর পুর্তি উপলক্ষে নাটোরে  শিশুদের নিয়ে স্থানীয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)  নামে এক শিশু সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে।

নাটোর এনসিটিএফ সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মশিউর রহমান ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক আতিউর রহমান,সহকারি কমিশনার সৈয়দা সাদিয়া নুরীয়া,সাংবাদিক নবীউর রহমান পিপলু, শিশু সংগঠন এনসিটিএফ সদস্য মোস্তাফিজুর রহমান সৈকত, মেহনাজ পারভিন, চাঁদ খামারু, শিশির দাস, সুমাইয়া পারভিন, শরিফুল ইসলাম, সৃষ্টি রানী চৌহান প্রমুখ।

এই মতবিনিময় সভায় এনসিটিএফ এর ৩০ সদস্যসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এমআর/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)