গাছের সঙ্গে বেঁধে চোরকে গণধোলাই
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রাতের আঁধারে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে চোর। উত্তেজিত জনতা চোরকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। খবর পেয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের।
স্থানীয়রা জানিয়েছেন-বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বেজগাতি গ্রামের মৃত মোহাম্মদ ঘরামী ছেলের ওয়ার্কশপ মিস্ত্রী মাহবুব ঘরামীর বসতঘরে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পড়ে একই গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে নাজমুল সরদার (২৪)। এসময় তাকে গণধোলাই দিয়ে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
স্থানীয়রা আরও জানিয়েছেন, রাতেই আটককৃত নাজমুলের পরিবারকে খবর দেওয়া হয়েছিলো। কিন্তু সে নেশাগ্রস্থ হওয়ায় তার পরিবার ঘটনাস্থলে আসেনি। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন-আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হবে।
(টিবি/এসপি/জানুয়ারি ০৯, ২০২৬)
