অমর ডি কস্তা, নাটোর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার থেকে চুরি হওয়া একটি ট্টাক উদ্ধার করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। 

আজ শনিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর থেকে ৬ টন ৩০০ কেজি ওজন সম্পন্ন ও ১৪ টন মালামাল ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা।

বনপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কে টহল ডিউটি চলাকালে সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী খালি ট্রাকটি সন্দেহভাজন হলে উপ সহকারী পরিদর্শক (এএসআই) জালাল উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স তা থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে মানিকপুর এসে ট্রাকটি ফেলে চালক ও সঙ্গীয় দুর্বৃত্তরা পালিয়ে যায়। অতঃপর ট্রাকটি (সিরাজগঞ্জ ট ১১-০০৭৮) জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, উদ্ধার হওয়ার দেড় ঘন্টা আগে রাত ৩টার দিকে শাহজাদপুরের সরিষাকোল বাজার থেকে ট্রাকটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ট্রাকটির মালিক ওই এলাকার রাজিব সরকার। এ ব্যাপারে আইন অনুযায়ী সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

(এডিকে/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)