নির্বাচনী নিরাপত্তায় অভিযানে নেমেছে যৌথবাহিনী, গাজীপুরজুড়ে টহল জোরদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো গাজীপুরেও আজ শনিবার থেকে মাঠে অভিযানে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ যৌথ বাহিনী। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, মূল তিনটি লক্ষ্য নিয়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এতিনটির মধ্যে একটি হলো- অবৈধ অস্ত্র উদ্ধার করা। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। অপরগুলো হলো- চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসা। নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর সদর, জয়দেবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাতে দেখা গেছে সেনাসদস্যদের। পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে পৃথক আভিযানিক দল, যারা দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।
গাজীপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে এই নিরাপত্তা ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা লক্ষ্য করা গেছে।
(এস/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)
