খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে বিশেষ প্রার্থনা
হাবিবুর রহমান, ঝিনাইদহ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে বিকেলে জেলা শহরের মদনমোহন মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট ও জেলা আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপংকর ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, জেলা আদিবাসী ফোরামের সভাপতি অসিত কুমার বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্তত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
(এইচআর/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)
