তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। 

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফজলুল করির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম-আহবায়ক সুজন সিকদার, মোঃ জোবায়ের শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

(টিবি/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)