তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুলকে শোকজ
স্পোর্টস ডেস্ক : দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এই মন্তব্যের জেরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ক্ষোভের মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি।
একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যা করেছেন, তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা উচিত ছিল। তাকে আরও সম্মান দেখানো উচিত ছিল।’
নাজমুল ইসলামের এই মন্তব্যের প্রতিবাদে সিলেটে সংবাদ সম্মেলন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও নাজমুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না।
এই পরিস্থিতিতে আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ এদিকে, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্ক এবং বিসিসিআই-এর সাথে সম্পর্কের টানাপোড়েনের জেরে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করেছেন যে, দেশের ক্রিকেটীয় মর্যাদা রক্ষার স্বার্থে তারা আইসিসি-কে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছেন।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আশা করছি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত জবাব পাওয়া যাবে।’
ভারতের মাটিতে না খেলার বিষয়ে বিসিবি এতটাই দৃঢ় যে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর মতো কঠোর পথে হাঁটতে পারে বলেও আভাস পাওয়া গেছে।
(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৬)
