দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ র‍্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বক্তারা জেলার বিগত সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আগামী দিনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় ফরিদপুর শহরে ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন করে লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া চুরি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ এবং শহরের যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

(ডিসি/এসপি/জানুয়ারি ১১, ২০২৬)