অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের একটি মাল্টা বাগানের মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে চোরের দল। শনিবার দিবাগত রাতের কোন এক সময় মিজানুর রহমান ওরফে মাল্টা মিজানের মালিকানাধীন মাল্টা বাগান থেকে ৫ কেভিএ (কিলোভোল্ট অ্যাম্পিয়ার) ট্রান্সফরমারটি চুরি হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় ওই একই ইউনিয়নের কুমরুল গ্রামের বিভিন্ন কৃষি জমি থেকে ৫টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে কৃষি জমিতে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে; দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা।

(এডিকে/এসপি/জানুয়ারি ১১, ২০২৬)