দিলীপ চন্দ, ফরিদপুর : দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ফরিদপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনটির আহ্বায়ক ডা. সৈয়দ আসিফুল আলম সভাপতিত্ব করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ফারিয়ান ইউসুফ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশপ্রেমের প্রশ্নে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসপি/জানুয়ারি ১১, ২০২৬)