একে আজাদ, রাজবাড়ী : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘদিন আগে দেওয়া বক্তব্যের মাত্র ১৫ সেকেন্ড কেটে নেতিবাচক ভাবে প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান। 

গতকাল রবিবার সন্ধ্যার দিকে পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, রাজবাড়ী- ২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মো: নাসিরুল হক সাবু দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আমি কয়েক মাস আগে এক বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলাম আগামীতে এই আসন থেকে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে দলের পক্ষ থেকে সাবু ভাইয়ের চিকিৎসা ও বাকি জীবন যাতে ভালো ভাবে চলতে পারে তার জন্য ৫০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে চেয়েছিলাম। তবে সেই বক্তব্যে আগের পিছে কেটে নেতিবাচক ভাবে প্রচার চালাচ্ছে একদল দুষ্ট চক্র।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আকুল সরদার, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(একে/এসপি/জানুয়ারি ১২, ২০২৬)