সুবর্ণচরে ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : কিশোর মানবকল্যাণ যুব সংগঠন ও প্রবাসী যৌথ উদ্যোগে কিশোর মানবকল্যাণ যুব সমাজের পক্ষ থেকে ২০২৬ সালের নতুন বছর উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
১২ জানুয়ারি বিকেল ৩ টায় হাবিবুল্লাহ মিয়ার পন্ডিতের হাট বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে কিশোর মানবকল্যাণ যুব সংগঠন ও প্রবাসী।
কুরআন বিতরণ অনুষ্ঠানে ৫ নং চরজুবলী সম্বাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ মিয়ার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ, হাজী সানাউল্লাহ নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব রেদোয়ান, সাইফুল ইসলাম, চরজুবলী ৫ নাম্বার ওয়ার্ড সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জনাব মামুনুর রশিদ মামুনসহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(আইইউএস/এএস/জানুয়ারি ১৩, ২০২৬)
