নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ১২জানুয়ারি রাত ০৮ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ-২ (ফুলপুর - তারাকান্দা) আসনে ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত এমপি প্রার্থীকে নিয়ে মাল্টি মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে আজ সন্ধ্যায় নতুন বাজার টিউলিপ গার্ডেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -২ ফুলপুর- তারাকান্দা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন সুজন।

এসময় উপস্থিত ছিলেন জমায়েতে ইসলামী নেতা খায়রুল ইসলাম মন্ডল,ফুলপুর উপজেলা আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, তারাকান্দা উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার মোঃ আল মুজাহিদ সভাপতি, মিডিয়া ও প্রচার বিভাগ জামায়াত ইসলামি মহানগর, ময়মনসিংহ।

বক্তারা বলেন যোগ্য ও আল্লাহওয়ালা লোক ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রীত্বে কেউ আসবে না। ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিতে ধর্মবর্ন নির্বিশেষে সবাই কে অনুরোধ করেন, প্রধান অতিথির বক্তব্যে জনাব সুজন বলেন ভবিষ্যতে বাংলাদেশে কোনো সংখ্যালঘু / সংখ্যাগুরু থাকবে না। সবাই সমান অধিকার পাবে চাদাবাজ, ভূমিদস্যুতা, এবং জবরদখলের বিরুদ্ধে জামায়াত ইসলাম সব সময় সোচ্চার, তিনি বলেন আগামীতে জামায়াত ইসলামি এসবের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার জোর চিন্তা ভাবনা আছে।

ফুলপুর/ তারাকান্দা নির্বাচনী এলাকায় মোট ভোটার ৫'৬৩০০০ (পাঁচ লক্ষ তেষ্টট্টি হাজার) ভোটার দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বলে বক্তারা বলেন।

এসময় ময়মনসিংহের স্থানীয় প্রিন্ট মিডিয়া ও মালিটিমিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(এনআরকে/এএস/জানুয়ারি ১৩, ২০২৬)